নয়াদিল্লি, 23 ডিসেম্বর : বেশ কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 7 হাজার 495 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 7,495 new COVID19 cases in last 24 hours) ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 6 হাজার 317 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 65 হাজার 976 জন করোনা সংক্রামিত হলেন ৷
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় 434 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 318 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 78 হাজার 759 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷
আরও পড়ুন : PM's Review Meet over Omicron: বাড়ছে ওমিক্রন, পরিস্থিতি পর্যালোচনায় কাল বৈঠকে মোদি