নয়াদিল্লি, 19 ডিসেম্বর :স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন (Health Ministry) অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 7 হাজার 081 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 7,081 new COVID19 cases in the last 24 hours) ৷ তাই বলা যায়, দৈনিক সংক্রমণে খুব একটা হেরফের হয়নি ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 145 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 40 হাজার 275 জন করোনা সংক্রামিত হলেন ৷
বুলেটিন প্রকাশের সময় পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 264 জন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 77 হাজার 422 জন রোগীর মৃত্যু হল ৷