নয়াদিল্লি, 26 ডিসেম্বর : সামান্য কমল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 6 হাজার 987 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 6,987 new COVID19 cases in the last 24 hours) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 7 হাজার 189 ৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 162 জন, যা এর আগের দিনের তুলনায় অনেকটা কম৷ আগের দিন মৃতের সংখ্যা ছিল 387 ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 79 হাজার 682 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী