নয়াদিল্লি, 7 ডিসেম্বর : গতকালের তুলনায় কমল আক্রান্তের সংখ্যা ৷ 8 হাজার থেকে সংক্রমণ কমে দাঁড়াল 6 হাজার 822 এ ৷ 558 দিনে সর্বনিম্ন সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত (Corona Update in India) হয়েছেন 6 হাজার 822 জন (New COVID-19 Cases in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটা ছিল 8 হাজার 306 ৷ গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 220 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যা ছিল 211 জন ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 10 হাজার 4 জন সুস্থ হয়েছেন ৷ আগের দিন যা ছিল 8 হাজার 834 জন ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 95 হাজার 14 জন, যা 554 দিনে সর্বনিম্ন ৷ আগের দিন যা ছিল 98 হাজার 416 জন ৷