নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি :স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 67 হাজার 84 জন ৷ যা আগের দিনের তুলনায় 5.5 শতাংশ কম ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 71 হাজার 365 জন (India reports 67084 fresh COVID Cases in last 24 Hours) ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 4 কোটি 24 লক্ষ 78 হাজার 60 ৷
দৈনিক করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 4.54% থেকে কমে আজ 4.44% ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয়, তাদের মধ্যে যত জন করোনা সংক্রামিত হন, সেই হারকে করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ৷
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবে গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 1 হাজার 241 জন ৷সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ এর আগের দিন 1 হাজার 217 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ দেশে এ নিয়ে মোট 5 লক্ষ 6 হাজার 520 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে সংক্রমণ হাজারের নিচে, মৃত্যু 28