নয়াদিল্লি, 20 ডিসেম্বর : করোনা সংক্রমণ খানিকটা কমল ৷ সংখ্যাটি হাজার খানেক কমায় খানিকটা স্বস্তির খবর পাওয়া গেল ৷ শুধু সংক্রমণই নয়, মৃত্যুর সংখ্যাও কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 6 হাজার 563 জন (Corona Infection in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটি ছিল 7 হাজার 81 ৷
কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু 132 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 263 ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানা গিয়েছে, সোমবার মোট 8 হাজার 77 জন সুস্থ হয়েছেন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 82 হাজার 267, যা গত 572 দিনের মধ্যে সর্বনিম্ন ৷ দেশে এদিন সুস্থতার হার রয়েছে 98.39 শতাংশ এবং মৃত্যুর হার 1.37 শতাংশ ৷ এদিন অবধি দেশে দু'টি ডোজ মিলিয়ে মোট 137 কোটি 67 লক্ষ 20 হাজার 359 জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে ৷