নয়াদিল্লি, 27 মার্চ : ভারতে ফের রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু করে দিয়েছে কোভিড ভাইরাস ৷ গত 24 ঘণ্টায় খোঁজ মিলেছে 62 হাজার 291 জন নতুন আক্রান্তের ৷ যার জেরে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 কোটি 19 লাখ 8 হাজার 373 ৷ এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 50 হাজার ৷ ওয়ার্ল্ড করোনা মিটার বলছে, এদিনের রেকর্ড বৃদ্ধির পর সংক্রমণের নিরিখে ভারতের স্থান বিশ্বে 6 নম্বরে ৷ ইতিমধ্যেই দেশে মৃত্যু হয়েছে 1 লাখ 61 হাজার 275 জন করোনা রোগীর ৷
পরিসংখ্যান বলছে, গত বছর মে মাসের পর কোভিডের এত বাড়বাড়ন্ত এই প্রথম ৷ যা দেখে বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে তা হবে প্রথমবারের থেকেও অনেক বেশি ভয়াবহ ৷