পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে একদিনে সংক্রমিত প্রায় 60 হাজার - করোনা

একদিনে করোনা আক্রান্ত 59 হাজার ছাড়াল ৷ যা নিয়ে চিন্তায় প্রশাসন ৷ বিমানযাত্রীরা কোভিড প্রোটোকল না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন মন্ত্রী ৷

Covid
প্রতীকী ছবি

By

Published : Mar 26, 2021, 10:48 AM IST

নয়াদিল্লি, 26 মার্চ : ফের চিন্তা বাড়াচ্ছে করোনা ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া ৷ আজ সকালে স্বাস্থ্য়মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 60 হাজার ৷ এবং মৃতের সংখ্য়া 250 ছাড়িয়েছে ৷ শুধু মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্য়া 36 হাজারের কাছাকাছি ৷

স্বাস্থ্য়মন্ত্রকের দেওয়া তথ্য় অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্য়া 59 হাজার 118 এবং সুস্থ হয়ে উঠেছেন 32 হাজার 987 জন ৷ পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে 257 জনের ৷ গত 5 মাসের নিরিখে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে গত 24 ঘণ্টায় ৷

আরও পড়ুন- মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

এর মধ্য়ে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র ৷ বুধবার শুধুমাত্র মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্য়া 35 হাজার 952 জন ৷ মৃত্য়ু হয়েছে 111 জনের ৷ ইতিমধ্য়ে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে সেখানকার প্রশাসন ৷ সেখানকার বেশ কয়েকটি শহরের মানুষকে ঘর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ নান্দেদ শহরের পরিস্থিতি সবথেকে খারাপ ৷ সেখানে ইতিমধ্য়ে 10 দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ৷

এদিকে বিমান সফর নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিমান পরিবহন মন্ত্রক ৷ অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, সব বিমানযাত্রীকে কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু অনেকে তা মানছেন না ৷ তাঁদের জন্য় ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details