নয়াদিল্লি, 5 জানুয়ারি : সংক্রমণ পৌঁছাল 60 হাজারের কাছাকাছি ৷ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 58 হাজার 097 জন করোনা সংক্রামিত হয়েছেন (India reports 58,097 fresh COVID cases in the last 24 hours) ৷ গত 199 দিনে এটা সর্বোচ্চ ৷ এর আগের দিন দৈনিক করোনা সংক্রমণ ছিল 37 হাজার 379 ৷ 24 ঘণ্টার ব্যবধানে আক্রান্ত হয়েছেন 20 হাজারেরও বেশি মানুষ ৷ এ নিয়ে দেশে 3 কোটি 50 লক্ষ 18 হাজার 358 জন করোনা সংক্রামিত হলেন ৷
রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 15 হাজার 389 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 11 হাজার 7 জন সুস্থ হয়েছিলেন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 43 লক্ষ 21 হাজার 803 ৷ সুস্থতার হার 98.01% ৷
আরও পড়ুন : Sonu Nigam Covid Positive : দুবাই ঘুরতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম