নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ একদিনে প্রায় পাঁচ হাজার বেড়ে সংক্রমণ পৌঁছল 47 হাজারে ৷ সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 509 জনের ৷ ওনামের পর থেকেই কেরালায় উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ দেশের 47 হাজার আক্রান্তের মধ্যে কেরালাতেই সংখ্যাটা 32 হাজার 803 ৷ গতকাল কেরালায় মৃত্যু হয়েছে 173 জনের ৷
আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 47 হাজার 92 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ গতকাল ছিল 41 হাজার 965 জন ৷ সারা দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 28 লাখ 57 হাজার 937 জন ৷ বেড়েছে দৈনিক মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 509 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 460 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে 4 লাখ 39 হাজার 529 জন ৷
সামান্য বেড়েছে দৈনিক সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 35 হাজার 181 জন ৷ গতকাল যা ছিল 33 হাজার 964 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন 3 কোটি 20 লাখ 28 হাজার 825 জন ৷ বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে 3 লাখ 89 হাজার 583 জন ৷