পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ওনামের ধাক্কা অব্যাহত কেরালায় - ভারতে করোনা

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি গতকালের তুলনায় বেশ কিছুটা বাড়ল সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 35 হাজার 840 জন ৷ গতকাল যা ছিল 31 হাজার 374 ৷

Corona
Corona

By

Published : Aug 29, 2021, 10:19 AM IST

Updated : Aug 29, 2021, 11:54 AM IST

নয়াদিল্লি, 29 অগস্ট : গতকালের তুলনায় সামান্য কমল দেশের করোনা সংক্রমণ ৷ গতকাল সংক্রমণ ছিল 46 হাজারের বেশি ৷ আজ তা একটু নেমে 45 হাজারে ঠেকল ৷ সংক্রমণের পাশাপাশি সামান্য কমল দৈনিক মৃত্যুও ৷

কেরালায় সংক্রমণ বৃদ্ধি অব্যাহত ৷ দেশের 45 হাজার সংক্রমণের মধ্যে 31 হাজার সংক্রমণ কেবল কেরালায় ৷ সেখানে গত 24 ঘণ্টায় 31 হাজার 265 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 153 জনের ৷

আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 45 হাজার 83 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 46 হাজার 759 জন ৷ বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 68 হাজার 558 জন ৷ তবে গতকালের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 460 জনের ৷ গতকাল যা ছিল 509 ৷

গতকালের তুলনায় বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 35 হাজার 840 জন ৷ গতকাল যা ছিল 31 হাজার 374 ৷ বর্তমানে সুস্থতার হার 97.53 শতাংশ ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) প্রদত্ত তথ্য অনুযায়ী, গতকাল 17 লাখ 55 হাজার 327টি নমুনা পরীক্ষা করা হয় ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে 51 কোটি 86 লাখ 42 হাজার 929টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :Reliance Covid Vaccine : মুকেশ আম্বানির সংস্থার করোনা ভ্যাকসিনের ট্রায়ালের ছাড়পত্রের প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির

Last Updated : Aug 29, 2021, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details