নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 44 হাজার 877 জন (India reports 44877 new COVID19 cases in the last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যা ছিল 50 হাজার 407 জন ৷ এর আগের দিনের তুলনায় প্রায় 5 হাজার কম ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 26 লক্ষ 31 হাজার 421 জন করোনা সংক্রামিত হলেন ৷
দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity rate) অর্থাৎ করোনা সংক্রমণের হার 3.17% ৷ দেশে প্রতিদিন যত সংখ্যক করোনা পরীক্ষা হয়, তার মধ্যে যত সংখ্যক মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে, তাকে দৈনিক পজিটিভিটি রেট বা করোনা সংক্রমণের হার বলে ৷