নয়াদিল্লি, 5 এপ্রিল: করোনা সংক্রমণ বেড়ে চলেছে ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 435 জন ৷ গত 5 মাস 13 দিনে এই সংখ্য়া সর্বোচ্চ ৷ গত 25 সেপ্টেম্বরে 4 হাজার 777 জন করোনায় সংক্রমিত হয়েছিলেন ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত রিপোর্টে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ছিল 3 হাজার 38 ৷ একলাফে আক্রান্তের সংখ্যা বাড়ল 1 হাজার 739 ৷ এনিয়ে দেশে মোট 4 কোটি 47 লক্ষ 33 হাজার 719 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণের হার 3.38 শতাংশ ৷ সাপ্তাহিক সংক্রমণের হার 2.79 শতাংশ ৷
কেরলে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে 1 হাজার 25 জন ৷ মহারাষ্ট্রে 711 জন, দিল্লিতে 521 জন, কর্ণাটকে 324 জন, গুজরাতে 324 জন, হিমাচলপ্রদেশে 306 জন, হরিয়ানায় 193 জন, তামিলনাড়ুতে 198 জন, উত্তরপ্রদেশে 179 জন, গোয়ায় 169 জন কোভিড-19 সংক্রামিত হয়েছেন ৷