নয়াদিল্লি, 30 জুলাই : ফের বাড়ল সংক্রমণ ৷ দেশে 44 হাজারের উপরে পৌঁছল করোনা (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 44 হাজার 230 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 43 হাজার 509 জন ৷ তবে বেশ খানিকটা কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 555 জন আক্রান্তের ৷
গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে 30 হাজারের নিচে গেলেও, আজ তা অনেকটাই বেড়ে দাঁড়াল 44 হাজারের উপর ৷ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 44 হাজার 230 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 15 লাখ 72 হাজার 344৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 555 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 23 হাজার 217 জন ৷