নয়াদিল্লি, 28 জুলাই : দেশে আবারও অনেকটা চড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) গ্রাফ ৷ গতকালই দৈনিক সংক্রমণ 30 হাজারের নিচে নেমে গিয়েছিল ৷ 132 দিন পর এমন ঘটনা ঘটে ৷ তবে আজ আবার সংক্রমণ 40 হাজারের গণ্ডি ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 654 জন ৷ সংক্রমণের পাশাপাশি গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুও ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 415 জন ৷ আজ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 640 ৷ তবে চার লাখের নিচেই আছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷
পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর সোমবার দেশে কিছুটা কমেছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবার তা কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাখে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 654 জন ৷ মৃতের সংখ্যাও বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশ জুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 22 জন ৷
আরও পড়ুন:132 দিন পর 30 হাজারের নিচে দৈনিক সংক্রমণ