নয়াদিল্লি, 29 জুলাই : দেশে আজও 40 হাজারের উপরেই থাকল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে গতকালের থেকে তা সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 43 হাজার 654 জন ৷ তবে মৃতের সংখ্যা একই রয়েছে ৷ গতকালের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 22 হাজার 56 জন ৷
গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাফে তা বেড়ে ফের 40 হাজার ছাড়িয়ে যায় ৷ আক্রান্ত হন 43 হাজার 654 জন ৷ আজ সংক্রমণ তার থেকে সামান্যই কমেছে ৷ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 509 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 3.15 কোটি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 662 জন ৷
আরও পড়ুন:কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের