পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coronavirus India : দৈনিক সংক্রমণ বাড়ল 40 শতাংশ, মৃত্যু ছাড়াল 500

এক ধাক্কায় 12 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 42 হাজার 625 জন ৷ গতকাল যা ছিল 30 হাজারের ঘরে ৷

Corona Tracker
Corona Tracker

By

Published : Aug 4, 2021, 9:39 AM IST

Updated : Aug 4, 2021, 10:02 AM IST

নয়াদিল্লি, 4 অগস্ট : ফের বাড়ল সংক্রমণ ৷ এক লাফে 12 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 30 হাজার 549 জন ৷ আজ তা এক ধাপে বেড়ে দাঁড়াল 42 হাজার 625 জনে ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 42 হাজার 625 জন ৷ একদিনে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 562 জনের ৷ গতকাল যা ছিল 422 জন ৷ এই নিয়ে দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 25 হাজার 757 জন ৷

বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 10 হাজার 353 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 36 হাজার 668 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 9 লাখ 33 হাজার 22 জন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 17 লাখ 69 হাজার 132 জন ৷

গত 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে 62 লাখ 53 হাজার 741 টি ৷ এখনও পর্যন্ত মোট টিকার ডোজ দেওয়া হয়েছে 48 কোটি 52 লাখ 86 হাজার 570 টি ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) প্রদত্ত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 18 লাখ 47 হাজার 518 টি ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 47 কোটি 31 লাখ 42 হাজার 307 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :West Bengal Covid Cases : পরীক্ষা বাড়াতেই বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু

Last Updated : Aug 4, 2021, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details