পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 10, 2022, 9:42 AM IST

ETV Bharat / bharat

Corona Update in India : সামান্য কমে দেশের দৈনিক সংক্রমণ 4 হাজারে, কমল মৃত্যুও

ধীরে ধীরে নামছে করোনা সংক্রমণ ৷ বৃহস্পতিবার দেওয়া রিপোর্ট অনুযায়ী দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যু ৷ (Corona Update in India)৷ তবুও সাবধানে থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷

Corona Update in India
দেশের দৈনিক সংক্রমণ 4 হাজারে

নয়াদিল্লি, 10 মার্চ : কখনও বেশি তো কখনও কম ৷ প্রতিদিন এমনই ওঠানামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমণ (Present Covid Situation in India) ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 4 হাজার 184 জন (India reports 4184 new COVID cases in last 24 hours) ৷ আগের দিন যা ছিল 4 হাজার 575 জন৷

সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 104 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 145 জন ৷ দেশে এখনও পর্যন্ত 5 কোটি 15 লাখ 459 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 44 হাজার 488 জন ৷ আগের দিন যা ছিল 46 হাজার 962 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 6 হাজার 554 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 7 হাজার 416 জন ৷ সুস্থতার হার 98.70 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 20 হাজার 120 জন ৷ এখনও পর্যন্ত দেশে 179 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Effects of COVID on Brain : মস্তিষ্কে বড় প্রভাব ফেলতে পারে করোনার সামান্য সংক্রমণও : গবেষণা

ABOUT THE AUTHOR

...view details