নয়াদিল্লি, 15 জুলাই : দেশে আরও বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 806 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 38 হাজার 792 জন ৷ সংক্রমণ বাড়লেও আজ মৃত্যু কমেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 581 জনের ৷
গত শুক্রবার থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী থাকার পর বুধবার উর্ধ্বমুখী হয় দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ গতকাল সংক্রমণ আগের দিনের থেকে প্রায় 20 শতাংশ বেড়ে হয় 38 হাজার 792 জন ৷ আজ তা আরও ঊর্ধ্বমুখী হল ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 806 জন ৷
সংক্রমণ গতকালের তুলনায় আরও বেড়েছে, তবে কমেছে মৃতের সংখ্যা ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 792 জন ৷ আজ করোনায় মৃতের সংখ্যা কমে হয়েছে 581 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 11 হাজার 989 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 32 হাজার 041 জন ৷