নয়াদিল্লি, 22 জুলাই : গতকালের থেকে সামান্য কমল দেশের কোভিড সংক্রমণ (Coronavirus India) ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 383 জন এবং করোনার বলি হয়েছেন 507 জন ৷ এর ফলে দেশের মোট সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে 3.12 কোটি ও 4.18 লাখ ৷
দেশে বুধবার অনেকটাই বেড়ে যায় করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷ গত মঙ্গলবার 125 দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারে নেমেছিল ৷ কিন্তু সেটাই বুধবার এক লাফে বেড়ে হয় 42 হাজার 15 জন ৷ তবে আজ ফের কিছুটা কমেছে সংক্রমণ ৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 41 হাজার 383 জন ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 12 লাখ 57 হাজার 720 জন ৷
আরও পড়ুন:মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন, দেশে 4 হাজার বাড়ল মৃত
গতকাল নয়া আতঙ্ক তৈরি হয় দেশে মৃতের পরিসংখ্যানে ৷ মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল 374 ৷ সেখানে বুধবার একধাক্কায় তা বেড়ে হয়ে যায় 3 হাজার 998 ৷ ব্যবধান হয় প্রায় 3 হাজার 624 ৷ মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন করাতেই সংখ্যাটা এতটা বেড়ে যায় বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার আবার করোনায় মৃতের সংখ্যা কমে 507 হয়েছে ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 18 হাজার 987 জন ৷