নয়াদিল্লি, 3 জুন : স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 4 হাজার 41 জন (India reports 4,041 fresh Covid cases in the last 24 hours) ৷ গতকাল প্রকাশিত বুলেটিনে সংখ্যাটা ছিল 3 হাজার 712 ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 31 লক্ষ 68 হাজার 585 জন করোনায় সংক্রামিত হলেন ৷ একটানা 84 দিন পর দেশে কোভিড সংক্রমণের সংখ্যা 4 হাজার পেরলো ৷
কমেছে সুস্থতার সংখ্যাও ৷ শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে 2 হাজার 363 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ যা আগের দিনে ছিল 2 হাজার 584 ৷ এখনও পর্যন্ত দেশে 4 কোটি 26 লক্ষ 22 হাজার 757 জন করোনা থেকে সেরে উঠলেন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷