পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coronavirus India : নিম্নমুখী গ্রাফ, দেশে কমল করোনা সংক্রমণ-মৃত্যু

দেশে কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন 40 হাজার 134 জন ৷ মৃত্যু হয়েছে 422 জনের ৷

Corona Tracker
ভারতে করোনা

By

Published : Aug 2, 2021, 9:45 AM IST

Updated : Aug 2, 2021, 10:40 AM IST

নয়াদিল্লি, 2 অগস্ট :দেশে আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে তা 40 হাজারের উপরেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 40 হাজার 134 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 41 হাজার 831 জন ৷ সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 422 জন ৷

পরপর দুদিন কম থাকার পর গতকাল দেশে সামান্য বেড়েছিল করোনা সংক্রমণ ৷ আজ ফের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 40 হাজার 134 জন ৷ সংক্রমণের মতোই গতকালের তুলনায় কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 422 জনের ৷ গতকাল করোনায় মৃত্যু হয়েছিল 541 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 24 হাজার 773 জন ৷

আরও পড়ুন:West Bengal Covid Cases : কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 13 হাজার 718 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 36946 জন ৷ এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 8 লাখ 57 হাজার 467 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.35 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় 17 লক্ষ 6 হাজার 598 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 47 কোটি 22 লক্ষ 23 হাজার 639টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :ডেল্টা ভ্যারিয়েন্টের জের, কালিম্পংয়ের ছটাগ্রাম পঞ্চায়েতকে 'হাই রিস্ক জোন' ঘোষণা

এ দিকে, আজ থেকে পঞ্জাবে পুরোমাত্রায় শুরু হয়ে গেল স্কুল ৷ সোমবার থেকে স্কুলের সব ক্লাস চালু করার অনুমতি দিয়েছে সরকার ৷ প্রায় এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ স্কুলে যেতে পেরে খুশি ছাত্রছাত্রীরা ৷ কোভিড বিধি মেনে ক্লাস করানো হচ্ছে ৷

Last Updated : Aug 2, 2021, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details