পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - daily Corona cases in India

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 79 জন ৷ শুক্রবার সংক্রমিত হয়েছিলেন 38 হাজার 949 জন ৷ তবে গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ৷

করোনাভাইরাস
করোনাভাইরাস

By

Published : Jul 17, 2021, 9:27 AM IST

Updated : Jul 17, 2021, 9:48 AM IST

নয়াদিল্লি, 17 জুলাই : আরও কিছুটা নামল (Coronavirus India) দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 79 জন ৷ শুক্রবার সংক্রমিত হয়েছিলেন 38 হাজার 949 জন ৷ তবে গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 542 জন ৷ আর গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে 560 জনের ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷

গত শুক্রবার থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী থাকার পর বুধ ও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হয় দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ তবে গতকাল থেকে ফের নামতে শুরু করেছে দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 79 জন ৷ এর ফলে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল 3 কোটি 10 লাখ 64 হাজার 908 জন ৷

তবে বেড়েছে মৃত্যুও ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 542 জন ৷ আজ করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 560 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 13 হাজার 91 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 24 হাজার 25 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 43 হাজার 916 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 2 লাখ 27 হাজার 792 জন ৷ দেশে সুস্থতার হার বর্তমানে 97.31 শতাংশ ৷

আরও পড়ুন,Coronavirus India: দেশে 6.8% কমল করোনা সংক্রমণ, আরও কমল মৃত্যু

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 39 কোটি 96 লাখ 95 হাজার 879টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 42 লাখ 12 হাজার 557 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷

ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অফ রিসার্চের তথ্য অনুযায়ী, 16 জুলাই পর্যন্ত 44 কোটি 20 লাখ 21 হাজার 954 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে গতকাল 19 লাখ 98 হাজার 715 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

Last Updated : Jul 17, 2021, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details