পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে তিন হাজারেরও বেশি, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 1800 - Covid-19 Vaccination

বিশেজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ এসে গিয়েছে ৷ দৈনিক সংক্রমণও ক্রমাগত বেড়ে চলেছে (India reports 37379 new COVID cases in the last 24 hours) ৷ সঙ্গে দোসর ওমিক্রন ৷

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Jan 4, 2022, 9:57 AM IST

Updated : Jan 4, 2022, 1:08 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি : তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 37 হাজার 379 জন (India reports 37,379 new COVID cases in the last 24 hours) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 33 হাজার 750 ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল 3 কোটি 49 লক্ষ 60 হাজার 261 ৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 11 হাজার 7 জন সুস্থ হয়েছেন ৷ তার আগের দিন 10 হাজার 846 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে এখনও পর্যন্ত 3 কোটি 43 লক্ষ 6 হাজার 414 জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.13% ৷

রিপোর্ট অনুযায়ী, 24 ঘণ্টায় 124 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ এর আগের দিন 123 জন মারা গিয়েছিলেন ৷ দেশে 4 লক্ষ 82 হাজার 017 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.38% ৷

ভারতে ওমিক্রন সংক্রমণ

আরও পড়ুন : Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

গতকাল দেশে 15-18 বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে ৷ প্রথম দিনেই 40 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী কোভিড-19-এর প্রথম ডোজ পেয়েছেন ৷ দেশে মোট 146 কোটি 70 লক্ষ সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ওমিক্রন পৌঁছেছে 1 হাজার 800 তে (Omicron cases in India) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 700 ৷ তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ এখানে সংক্রামিত রোগীর সংখ্যা 568 জন ৷ এরপর দিল্লিতে সংখ্যা 382 ৷ এরপর যথাক্রমে কেরালা, রাজস্থান, গুজরাত-সহ মোট 23 টি রাজ্যে ওমিক্রন সংক্রামিত রোগীর সন্ধান মিলেছে ৷ সুস্থ হয়েছেন বা অন্য কোথাও চলে গিয়েছেন এমন রোগীর সংখ্যা 766 ৷

Last Updated : Jan 4, 2022, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details