নয়া দিল্লি, 20 অগস্ট : দৈনিক সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত । গতকালের তুলনায় সামান্যই বাড়ল আক্রান্তের সংখ্যা । তবে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সুস্থতার হার ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 97.54 শতাংশ ৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 36 হাজার 571 জন ৷ গতকাল যা ছিল 36 হাজার 401 । অন্যদিকে, 150 দিনে দেশে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 63 হাজার 605 জন । বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 540 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল সংখ্যাটা ছিল 530 ৷