পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coronavirus India: অনেকটাই নিম্নমুখী গ্রাফ, দেশে কমল করোনার সংক্রমণ-মৃত্যু

দেশে অনেকটা কমল করোনার (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হন 35 হাজার 342 জন ৷ কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হন 483 জন ৷

India reports 35,342 new COVID 19 cases, 483 deaths in the last 24 hours
অনেকটাই নিম্নমুখী গ্রাফ, দেশে কমল করোনার সংক্রমণ-মৃত্যু

By

Published : Jul 23, 2021, 9:41 AM IST

Updated : Jul 23, 2021, 10:07 AM IST

নয়াদিল্লি, 23 জুলাই : দেশে ফের অনেকটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 35 হাজার 342 জন ৷ এই সংখ্যাটাই বৃহস্পতিবার ছিল 41 হাজার 383 জন ৷ সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 483 জন ৷ গতকাল করোনায় মৃতের সংখ্যা ছিল 507 ৷

দেশে গত বুধবার অনেকটাই বেড়েছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷ গত মঙ্গলবার 125 দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারে নেমেছিল ৷ কিন্তু সেটাই বুধবার এক লাফে বেড়ে হয় 42 হাজার 15 জন ৷ তবে বৃহস্পতিবার কিছুটা কমে সংক্রমণের সংখ্যা হয় 41 হাজার 383 জন ৷ আজ আবার এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ ৷ শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 35 হাজার 342 জন ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 12 লাখ 93 হাজার 62 জন ৷

আরও পড়ুন:দেশে সামান্য কমল সংক্রমণ; মৃত 507

সংক্রমণের পাশাপাশি আজ মৃতের সংখ্যাও কিছুটা কমেছে ৷ বুধবার নয়া আতঙ্ক তৈরি হয়েছিল মৃতের পরিসংখ্যান নিয়ে ৷ মঙ্গলবার যেখানে করোনায় মৃতের সংখ্যা ছিল 374, সেখানে বুধবার একধাক্কায় তা বেড়ে হয়ে যায় 3 হাজার 998 ৷ মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন করাতেই সংখ্যাটা এতটা বেড়ে যায় ৷ বৃহস্পতিবার আবার করোনায় মৃতের সংখ্যা কমে 507 হয় ৷ আর আজ করোনায় মৃতের সংখ্যা 483 ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 19 হাজার 470 জন ৷

আরও পড়ুন:মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন, দেশে 4 হাজার বাড়ল মৃত

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 5 হাজার 513 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 4 লাখ 68 হাজার 79 জন ৷ সুস্থতার হার বেড়ে হয়েছে 97.36 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় 54 লাখ 76 হাজার 423 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 42 কোটি 34 লাখ 17 হাজার 30টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:সরকারি বিধিনিষেধ অমান্য, শহরে দুয়ারে ভ্যাকসিন; কড়া শাস্তির দাবি কলকাতা পৌরনিগমের

এ দিকে, করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে আগামিকাল গুরু পূর্ণিমায় হরিদ্বারে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, 24 জুলাই হরিদ্বারে প্রতীকী পূণ্যস্নান হবে ৷ শুধু শ্রী গঙ্গা সভা ও তীর্থ পুরোহিত পূণ্যস্নানে অংশ নেবেন ৷ গত 72 ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে পারলে তবেই হরিদ্বারে ঢুকতে দেওয়া হবে পূণ্যার্থীদের ৷ তবে তাঁদের পূণ্যস্নানে অংশ নিতে দেওয়া হবে না ৷

Last Updated : Jul 23, 2021, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details