পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update India : দৈনিক সংক্রমণ সামান্য কমে 33 হাজারের ঘরে - দৈনিক ভ্যাকসিনেশন

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 33 হাজার 376 জন ৷ তার আগের 24 ঘণ্টায় এই সংখ্যাটা ছিল 34 হাজার 973 ৷

ভারতে দৈনিক করোনা সংক্রমণ
ভারতে দৈনিক করোনা সংক্রমণ

By

Published : Sep 11, 2021, 10:03 AM IST

Updated : Sep 11, 2021, 10:58 AM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর : দেশে ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্য় মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 33 হাজার 376 জন ৷ এ নিয়ে দেশে মোট করোনাসংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 32 লক্ষ 08 হাজার 330 ৷ এর আগের 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়েছিলেন 34 হাজার 973 জন ৷

আরও পড়ুন : Covid-19 Review Meeting: করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক প্রধানমন্ত্রীর

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 32 হাজার 198 জন ৷ এর আগের 24 ঘণ্টায় এই সংখ্যাটা ছিল 37 হাজার 681 জন ৷ অর্থাৎ সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ সুস্থতার হার 97.49% ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 308 জন ৷ তার আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 260 ৷ তাই করোনা সংক্রামিত রোগীর মৃত্যুর সংখ্যা সামান্য বেড়েছে ৷ কেরালার পরিস্থিতিতে খুব একটা পরিবর্তন হয়নি ৷ সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা 25 হাজার 10 জন ৷

এখনও অবধি সক্রিয় রোগী (Active Cases) সংখ্যা 3 লক্ষ 91 হাজার 516 জন ৷ গত 24 ঘণ্টার পাওয়া তথ্য অনুযায়ী মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 23 লক্ষ 74 হাজার 497 ৷ মারা গিয়েছেন 4 লক্ষ 42 হাজার 317 জন ৷

গত 24 ঘণ্টায় 65 লক্ষ 27 হাজার 175 জন ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ৷ এ পর্যন্ত দেশে মোট 73 কোটি 05 লক্ষ 89 হাজার 688 ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 11, 2021, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details