পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও 3 হাজারের ঘরে - কোভিড 19 ভ্যাকসিনের ডোজ

দেশের করোনা পরিস্থিতি ফের চিন্তা বাড়িয়েছে ৷ সঙ্গে রাজধানীর করোনা সংক্রমণ ৷ আজ সকালে প্রকাশিতে রিপোর্টে দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 3 হাজারেরও বেশি মানুষ (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : May 1, 2022, 10:10 AM IST

নয়াদিল্লি, 1 মে : সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রামিত হয়েছেন 3 হাজার 324 জন (India reports 3324 new COVID19 cases in last 24 hours) ৷ আগের দিন যা ছিল 3 হাজার 688 জন ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিত হয়েছেন 4 কোটি 30 লক্ষ 79 হাজার 188 জন ৷ কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা 50 থেকে কমে 40 হয়েছে ৷ এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5 লক্ষ 23 হাজার 843 জন ৷

দিল্লির করোনা পরিস্থিতি

শনিবার বিকেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 520 ৷ শুক্রবারের রিপোর্টে যা ছিল 1 হাজার 607, তাই সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ৷ এ নিয়ে রাজধানীতে করোনা সংক্রামিত হলেন 18 লক্ষ 83 হাজার 075 জন ৷ একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ মোট মৃতের সংখ্যা 26 হাজার 175 জন ৷

দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণের হার 5.28 শতাংশ থেকে কমে 5.10 শতাংশ হয়েছে (Delhi Daily Positivity Rate) ৷ বিগত টানা আটদিন ধরে করোনা সংক্রমণ 1 হাজারের বেশি রয়েছে রাজধানীতে ৷ দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না-হলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷

রবিবার সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 19 হাজার 92 ৷আগের দিন যা ছিল 18 হাজার 684 ৷ এই সংখ্যা মোট সংক্রমণের 0.04 শতাংশ ৷ করোনা সংক্রমণের দৈনিক হার (Daily positivity rate) 0.71 শতাংশ ৷

আরও পড়ুন : Corona Update in India : দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, চিন্তা বাড়ছে রাজধানীতেও

সামান্য বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 2 হাজার 876 জন ৷ আগের দিন 2 হাজার 755 জন সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 36 হাজার 253 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে প্রায় 188 কোটি 90 লক্ষের বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details