নয়া দিল্লি, 23 সেপ্টেম্বর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 31 হাজার 923 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 26 হাজার 964 জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 35 লক্ষ 63 হাজার 421, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) ৷
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 31 হাজার 990 জন রোগী ৷ তার আগের দিন 34 হাজার 167 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই একদিকে দৈনিক সংক্রমণ বেড়েছে, অন্যদিকে সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 28 লক্ষ 15 হাজার 731 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 97.77% ৷
আরও পড়ুন : Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র