নয়াদিল্লি, 20 জানুয়ারি :আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 17 হাজার 532 জন (India reports 317532 fresh COVID cases in last 24 hours) ৷ আগের দিনের তুলনায় 12 শতাংশ বেশি ৷ আগের দিন সংখ্যাটা ছিল 2 লক্ষ 82 হাজার 970 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 82 লক্ষ 18 হাজার 773 জন করোনা সংক্রামিত হলেন ৷
দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity rate) বা সংক্রমণের হার 15.13 শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে 16.41 শতাংশে ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷
19 জানুয়ারি, 19 লক্ষ 35 হাজার 180 সংখ্যক নমুনার করোনা পরীক্ষা (samples tested) হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে 70 কোটি 93 লক্ষ 56 হাজার 830 সংখ্যক করোনা পরীক্ষা হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
আরও পড়ুন : Pandemic may end by March : মার্চেই শেষ হবে মহামারি, দাবি বিশেষজ্ঞের