পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : ফের নিম্নগামী দৈনিক সংক্রমণ, কিছুটা বাড়ল মৃত্যু - করোনা ভাইরাস

কখনও বাড়ছে তো কখনও কমছে ৷ দেশে করোনার গ্রাফ এমনই ৷ গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়াল 30 হাজার 948 জনে ৷

v
Corona

By

Published : Aug 22, 2021, 9:52 AM IST

Updated : Aug 22, 2021, 10:39 AM IST

নয়াদিল্লি, 22 অগস্ট : ফের নামল দেশের দৈনিক করোনা গ্রাফ ৷ 34 হাজার থেকে এক ধাক্কায় প্রায় তিন হাজার নেমে দৈনিক সংক্রমণ গিয়ে দাঁড়াল প্রায় 31 হাজারের দোরগোড়ায় ৷ গতকালের তুলনায় আজ অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 34 হাজার 457 জন ৷ তবে সংক্রমণ কমলেও কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যা ৷

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 30 হাজার 948 জন ৷ এই নিয়ে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 24 লাখ 24 হাজার 234 । কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 53 হাজার 398 ।

সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় 403 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল যা ছিল 375 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা 4 লাখ 34 হাজার 367 । এদিকে, বাড়ছে সুস্থতার সংখ্যা । গত 24 ঘণ্টায় 38 হাজার 487 জন সুস্থ হয়েছেন ৷ এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 16 লাখ 36 হাজার 469 ।

গত 24 ঘণ্টায় 52 লাখ 23 হাজার 612 জনকে টিকা দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সারা দেশে মোট 58 কোটি 14 লাখ 89 হাজার 377 টি টিকা দেওয়া হয়েছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 15 লাখ 85 হাজার 681 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে নমুনা পরীক্ষার সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 50 কোটি 62 লাখ 56 হাজার 239 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷


আরও পড়ুন :West Bengal Corona Update : ছশোর ঘরে রাজ্যের দৈনিক সংক্রমণ, দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত সর্বাধিক

Last Updated : Aug 22, 2021, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details