নয়াদিল্লি, 22 অগস্ট : ফের নামল দেশের দৈনিক করোনা গ্রাফ ৷ 34 হাজার থেকে এক ধাক্কায় প্রায় তিন হাজার নেমে দৈনিক সংক্রমণ গিয়ে দাঁড়াল প্রায় 31 হাজারের দোরগোড়ায় ৷ গতকালের তুলনায় আজ অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 34 হাজার 457 জন ৷ তবে সংক্রমণ কমলেও কিছুটা বাড়ল মৃত্যুর সংখ্যা ৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 30 হাজার 948 জন ৷ এই নিয়ে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 24 লাখ 24 হাজার 234 । কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 53 হাজার 398 ।
সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় 403 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল যা ছিল 375 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা 4 লাখ 34 হাজার 367 । এদিকে, বাড়ছে সুস্থতার সংখ্যা । গত 24 ঘণ্টায় 38 হাজার 487 জন সুস্থ হয়েছেন ৷ এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 16 লাখ 36 হাজার 469 ।