পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : 30 হাজারের ঘরেই দৈনিক আক্রান্তের সংখ্যা, কেরালায় আক্রান্ত 19 হাজার - করোনা আপডেট

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ অর্থাৎ কোনও দিন কম, কোনও দিন বেশি ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজরের উপর রয়েছে আক্রান্তের সংখ্যা ৷

Corona in India
Corona in India

By

Published : Sep 20, 2021, 10:08 AM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : রবিবারের তুলনায় সামান্য কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ যদিও সংখ্যাটা 30 হাজারের উপরেই রয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী রবিবার 30 হাজার 773 জন সংক্রমিত হয়েছিলেন ৷ রবিবারের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 30 হাজার 256 জন সংক্রমিত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 235 জনের ৷ আগের দিনের তুলনায় কম ৷ রবিবার মৃত্যু হয়েছিল 309 জনের ৷

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ অর্থাৎ কোনও দিন কম, কোনও দিন বেশি ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজরের উপর রয়েছে আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছে 3 কোটি 34 লাখ 78 হাজার 419 ৷ মোট মৃত্যু হয়েছে 4 লাখ 45 হাজার 133 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 43 হাজার 938 ৷ মোট সুস্থ করোনার রোগী সংখ্যা 3 কোটি 27 লাখ 15 হাজার 105 ৷ দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা চার লাখের কম ৷ অর্থাৎ 3 লাখ 18 হাজার 181 ৷

আরও পড়ুন,West Bengal Corona Update : দৈনিক সংক্রমণ নামল ছ'শোর ঘরে, 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু শূন্য

গত 24 ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় এই রাজ্যে 19 হাজার 653 জন নতুন করে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 152 জনের ৷ এদিকে, 19 সেপ্টেম্বর মোট টিকা দেওয়া হয়েছে 37 লাখ 78 হাজার 296 জনকে ৷ দেশে মোট টিকাকরণ হয়েছে 80 কোটি 85 লাখ 68 হাজার 144 জনের টিকাকরণ হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details