পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দৈনিক আক্রান্তের রেকর্ড, দেশে প্রথমবার একদিনে মৃত ৩ হাজারের বেশি - একদিনের মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.6 লাখ মানুষ ।

Corona Tracker
Corona Tracker

By

Published : Apr 28, 2021, 10:23 AM IST

Updated : Apr 28, 2021, 10:50 AM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল : গতকাল কিছুটা কমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা । কিন্তু উদ্বেগ বাড়িয়ে আজ ফের মাত্রা ছাড়াল করোনা । একদিনে ঘটল রেকর্ড মৃত্যুও । গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল তিন হাজারের গণ্ডি । আক্রান্ত হয়েছেন 3.6 লাখ মানুষ ।

এর আগে দৈনিক মৃত্যুর সংখ্যা তিন হাজার পার করেনি । দেশে করোনার দ্বিতীয় ঢেউ প্রবেশ করার পর সেই রেকর্ডও ভেঙে গেল । এই প্রথম 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হল 3 হাজার 293 জনের । একই সঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে । গত 24 ঘণ্টায় নতুন করে 3 লাখ 60 হাজার 960 জন করোনায় আক্রান্ত হয়েছেন । তবে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার । একদিনে সুস্থ হয়েছেন 2 লাখ 61 হাজার 162 জন । সব মিলিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 1,48,17,371 । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1,79,97,267 । সক্রিয় আক্রান্তের সংখ্যা 29,78,709 । মোট মৃতের সংখ্যা 2,01,187 । গত 24 ঘণ্টায় টিকাকরণ করা হয়েছে 14,78,27,367 জনের ।

আরও পড়ুন : ভারতকে দ্রুত সব রকমের সাহায্য পাঠাবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

এই নিয়ে টানা সাতদিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখের উপর রইল । সবচেয়ে খারাপ পরিস্থিতি মহরাষ্ট্রে । একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 895 জনের । রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 66,358 জন । এরপরে রয়েছে কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি ।

Last Updated : Apr 28, 2021, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details