নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর : দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী ৷ 30 হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ ৷ আগের দিনের থেকে সংক্রমণের সংখ্যা কিছুটা কম ৷ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 29 হাজার 616 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 290 জনের ৷ পাশাপাশি গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 28 হাজার 46 জন ৷ অর্থাৎ 4 হাজার 496টি অ্যাকটিভ কেস কমেছে ৷
গত সাতদিনের মধ্যে দেশে করোনার গ্রাফ ক্রমশ ওঠানামা করেছে ৷ সপ্তাহের প্রথমদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের উপরে ছিল ৷ মাঝামাঝি দিকে তিরিশ হাজারের নিচে নেমে গিয়েছিল সংক্রমণ ৷ তবে 22 সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা 32 হাজারের কাছাকাছি পৌঁছায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের হিসেব অনুযায়ী সংক্রমণের সংখ্যা ছিল 31 হাজার 382 ৷ শনিবার করোনার যে দৈনিক রিপোর্ট এসেছে তাতে সংক্রামিত মানুষের সংখ্যা 29 হাজার 616 জন ৷