পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : সংক্রমণের পাশাপাশি বাড়ল দৈনিক মৃত্যু, সতর্কবার্তা বিশেষজ্ঞদের - INDIA REPORTS 285914 FRESH COVID CASES IN LAST 24 HOURS

একদিনে দেশে নতুন করে সংক্রমিত হলেন প্রায় 30 হাজার জন ৷ আড়াই লাখ থেকে ফের দৈনিক সংক্রমণ বেড়ে তিন লাখের দোরগোড়ায় পৌঁছল (Covid Update in India) ৷ সামান্য বেড়েছে সুস্থের সংখ্যা ৷ তবে বিশেষজ্ঞরা এখনও সকলকে করোনা বিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷

covid in india
ভারতের করোনা আপডেট

By

Published : Jan 26, 2022, 9:33 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি : ফের বাড়ল দৈনিক সংক্রমণ (Corona Update in India) ৷ গতকাল আড়াই লাখের আশপাশে ছিল দৈনিক সংক্রমণ ৷ আজকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে অনেকটাই ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 2 লাখ 85 হাজার 914 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 2 লাখ 55 হাজার 874 জন ৷ একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় 30 হাজার বাড়ল ৷

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 665 জন করোনা আক্রান্ত রোগী ৷ আগের দিন যা ছিল 614 ৷ সামান্য বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট ৷ 15.52 শতাংশ থেকে বেড়ে পজিটিভিটি রেট এখন 16.16 শতাংশ ৷

স্বস্তির খবর এই যে সামান্য বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 2 লাখ 99 হাজার 73 জন ৷ আগের দিন যা ছিল 2 লাখ 67 হাজার 753 জন ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 লাখ 23 হাজার 18 ৷ আগের দিন সংখ্যাটা ছিল 22 লাখ 36 হাজার 842 ৷

আরও পড়ুন :Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণের হার 7 শতাংশের ঘরে, চব্বিশ ঘণ্টায় মৃত 36

ABOUT THE AUTHOR

...view details