নয়াদিল্লি, 2 জানুয়ারি : ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 27 হাজার 553 জন (India reports 27553 new covid cases in the last 24 hours) ৷ এর আগের দিন 22 হাজার 775 জন সংক্রামিত হয়েছিলেন ৷ 24 ঘণ্টায় সংক্রমণ বাড়ল প্রায় 5 হাজার ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 48 লক্ষ 89 হাজার 132 জন সংক্রামিত হলেন ৷
রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 284 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 406 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 81 হাজার 770 জন করোনা আক্রান্ত মারা গেলেন ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, কলকাতায় একদিনে আক্রান্ত 2,398 জন