পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : সংক্রমণ নামল আড়াই লাখে, পজিটিভিটি রেট কমে 15 শতাংশ - দেশের করোনা আপডেট

দেশের করোনা পরিস্থিতিতে সামান্য স্বস্তি (Corona Update in India) ৷ তিন লাখ থেকে একধাপে 50 হাজার কমে সংক্রমণ গিয়ে দাঁড়াল আড়াই লাখে ৷ কমেছে পজিটিভিটি রেটও ৷ তবে বিশেষজ্ঞরা এখনও সকলকে করোনা বিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷

Corona Update in India
দেশের করোনা পরিস্থিতি

By

Published : Jan 25, 2022, 9:40 AM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি : দৈনিক সংক্রমণ কমল অনেকটাই (Corona Update in India) ৷ তিন লাখের নিচে নামল সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 2 লাখ 55 হাজার 874 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 3 লাখ 6 হাজার 64 জন ৷ আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে 50 হাজার 190 জন কম ৷

সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 614 জন করোনা আক্রান্ত রোগী ৷ আগের দিন সংখ্যাটা ছিল 439 ৷ বেশ খানিকটা কমেছে দৈনিক পজিটিভিটি রেট ৷ 20.75 শতাংশ থেকে কমে পজিটিভিটি রেট কমে এখন 15.52 শতাংশ হয়েছে ৷

স্বস্তির খবর এই যে গত 24 ঘণ্টায় 2 লাখ 67 হাজার 753 জন করোনা মুক্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 লাখ 36 হাজার 842 ৷

আরও পড়ুন :corona update in bengal : আরও নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ, সংক্রমণের হার 9 শতাংশের নিচে

ABOUT THE AUTHOR

...view details