নয়াদিল্লি, 25 এপ্রিল :দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 541 জন ৷ রবিবার সকালের রিপোর্টে সংখ্যাটা ছিল 2 হাজার 593 (India reports 2541 new COVID19 cases in last 24 hours) ৷ যদিও খানিক স্বস্তির খবর, রাজধানীতে একধাক্কায় অনেকটাই কমেছে সংক্রমণের সংখ্যা । তবে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না-হলে 500 টাকা জরিমানা দিতে হবে ৷
সারা দেশে গত 24 ঘণ্টায় 30 জন মারা গিয়েছেন, আগের দিন সংখ্যাটা ছিল 44 ৷ তাই মৃত্যু কিছুটা কমেছে ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 22 হাজার 223 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷