নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : দেশে ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 3 দিন ধরে দেশে সংক্রমণ নিম্নমুখী ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 25 হাজার 404 জন ৷ এর আগের 24 ঘণ্টায় সংখ্যাটা ছিল 27 হাজার 254 জন ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 32 লক্ষ 89 হাজার 579 ৷
তবে মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 339 জন ৷ এর আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 219 জন ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4 লক্ষ 43 হাজার 213 জন ৷ মৃত্যুর হার 1.33% ৷
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 127 জন ৷ এর আগের 24 ঘণ্টায় এই সংখ্যা ছিল 37 হাজার 687 জন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও সেরকম কোনও পরিবর্তন হয়নি ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 24 লক্ষ 84 হাজার 159 ৷ সুস্থতার হার 97.58% ৷