পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : কিছুটা কমে দৈনিক সংক্রমণ 24 হাজারে, মৃত 234

দেশের মধ্যে সংক্রমণের নিরিখে কেরালা এখনও সবার উপরে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্তের সংখ্যা 13 হাজার 834 ৷

India reports 24,354 new cases in the last 24 hours
India reports 24,354 new cases in the last 24 hours

By

Published : Oct 2, 2021, 10:06 AM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর : দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কিছুটা কমল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 24 হাজার 354 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 234 জনের ৷ আগের দিনের থেকে সংক্রমণ ও মৃত্যু দুটোই কম ৷ আগের দিন করোনা সংক্রামিত হয়েছিলেন 26 হাজার 727 জন ৷ আর মৃত্যু হয় 277 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া আজকের আপডেট অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 2 লাখ 73 হাজার 889 ৷ গত 197 দিনের মধ্যে যা সর্বনিম্ন ৷ দেশে এখনও পর্যন্ত 3 কোটি 37 লাখ 66 হাজার 707 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 4 লাখ 48 হাজার 573 জনের ৷

দেশের মধ্যে সংক্রমণের নিরিখে কেরালা এখনও সবার উপরে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্তের সংখ্যা 13 হাজার 834 ৷ মৃত্যু হয়েছে 95 জনের ৷ রাজ্যটিতে বর্তমানে 1 লাখ 42 হাজার 499 জন করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ৷ মোট সংখ্যার মাত্র 11.5 শতাংশ হাসপাতালে ভর্তি রয়েছে ৷

আরও পড়ুন : COVID Restrictions : 30 অক্টোবর পর্যন্ত বাড়ল করোনা বিধিনিষেধ, ঠাকুর দেখতে উঠল নাইট কার্ফু

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল দেশজুড়ে 69 লাখ 33 হাজার 838টি করোনার ডোজ দেওয়া হয়েছে ৷ আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 14 লাখ 29 হাজার 258 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details