পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India: 24 ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় 22 হাজার, বাড়ল মৃত্যু - Precaution Dose

করোনা গ্রাফ কখনও উঠছে, কখনও নামছে ৷ গতকালের রিপোর্টে 21 হাজারেরেও বেশি লোক আক্রান্ত হয়েছিল ৷ আজ সেই সংখ্যাও ছাড়িয়েছে ৷ তবে চলছে বুস্টার ডোজ় বা প্রিকশন ডোজ় দেওয়ার প্রক্রিয়া (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ

By

Published : Jul 22, 2022, 10:26 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই: করোনা সংক্রমণের গ্রাফ উপরের দিকেই ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 21 হাজার 880জন, শুক্রবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বৃহস্পতিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 21 হাজার 566 জন জন (India reports 21,880fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 38 লক্ষ 25 হাজার 185 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷

ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও (Active caseload) ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 49 হাজার 482 জন, যা মোট সংক্রমণের 0.34 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 48 হাজার 881 ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.25 শতাংশ থেকে 4.42 শতাংশে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 60 জন, আগের দিন 45 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 25 হাজার 930 জন ৷

দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 21 হাজার 219 জন ৷ আগের দিন করোনা থেকে সেরে উঠেছিলেন 18 হাজার 294 জন ৷ তাই সামান্য কমেছে সুস্থতার সংখ্যাও ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 31 লক্ষ 71 হাজার 653 জন ৷ সুস্থতার হার 98.46 শতাংশ ৷

আরও পড়ুন: রাত পোহালেই একুশের মহাসমাবেশ, রাজ্যে আড়াই হাজারের দোরগোড়ায় সংক্রমণ

রবিবার, 17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্টে দেশে 201 কোটি 30 লক্ষ কোভিড-19 ডোজ দেওয়া হয়েছে ৷ 200 কোটি পেরনো নিয়ে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ৷

শুক্রবার, 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 6 কোটি 63 লক্ষ (Precaution Dose) সংখ্যক বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও অবধি ৷

ABOUT THE AUTHOR

...view details