নয়াদিল্লি, 21 জুলাই: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 21 হাজার 566জন, বৃহস্পতিবার সকালে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বুধবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 20 হাজার 557 জন জন (India reports 21,566 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 38 লক্ষ 25 হাজার 185 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷
সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) বেড়েই চলেছে ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 48 হাজার 881, যা মোট সংক্রমণের 0.34 শতাংশ ৷ আগের দিন ছিল 1 লক্ষ 45 হাজার 645 ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.25 শতাংশে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 45 জন, আগের দিন 40 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 25 হাজার 870 জন ৷
দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 18 হাজার 294 জন ৷ আগের দিন 18 হাজার 517 জন করোনা থেকে সেরে উঠেছিলেন ৷ তাই কমেছে সুস্থতার সংখ্যা ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 31 লক্ষ 50 হাজার 434 জন ৷ সুস্থতার হার 98.46 শতাংশ ৷