নয়াদিল্লি, 20 এপ্রিল : এক ধাক্কায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ ৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 2 হাজার 67 জন ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 1 হাজার 247 জন (India reports 2067 new COVID19 cases in last 24 hours) ৷ তাই করোনা সংক্রমণ 43 শতাংশ কমল ৷ এ নিয়ে দেশে মোট করোনা সংক্রামিত রোগী 4 কোটি 30 লক্ষ 47 হাজার 594 জন ৷
দিল্লির করোনা পরিস্থিতি :
গত 24 ঘণ্টায় 26 শতাংশ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 632 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (Delhi reported new 632 COVID cases in last 24 hours) ৷ যদিও করোনা সংক্রমণের হার কমে হয়েছে 4.42 শতাংশ (Positivity Rate Reduces To 4.42 শতাংশ) ৷ 20 ফেব্রুয়ারির পর সোমবার প্রকাশিত রিপোর্টে সর্বাধিক কোভিড সংক্রমণ দেখেছে নয়াদিল্লি ৷ 18 এপ্রিলের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় 517 জন আক্রান্ত হয়েছিলেন সেখানে ৷ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে 24 ঘণ্টায় 501 জন করোনায় সংক্রামিত হয়েছিলেন ৷ রাজধানীতে এখনও পর্যন্ত মোট 18 লক্ষ 69 হাজার 683 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ 24 ঘণ্টায় নতুন করে কোনও রোগী মারা না যাওয়ায় মৃতের সংখ্যা 26 হাজার 160 রয়েছে ৷