নয়াদিল্লি, 30 জুলাই:দৈনিক করোনা সংক্রমণে কোনও পরিবর্তন হয়নি ৷ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 408 জন ৷ শুক্রবারে সংখ্যাটা ছিল 20 হাজার 409 জন (India reports 20,408 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 40 লক্ষ 138 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷
সামান্য কমেছে সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 43 হাজার 384 জন, যা মোট সংক্রমণের 0.33 শতাংশ ৷ গতকালের রিপোর্টে 1 লক্ষ 43 হাজার 988 জন সক্রিয় রোগী ছিলেন ৷ এর সঙ্গেই কমেছে দৈনিক সংক্রমণের হারও (Daily positivity rate) ৷ স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের প্রকাশিত রিপোর্টে, এই হার 5.12 শতাংশ থেকে 5.05 শতাংশে নেমেছে ৷ 24 ঘণ্টায় দেশে 54 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 312 জন ৷
আরও পড়ুন:টমেটো-তরমুজ আর গাজরেই দীর্ঘায়ু পাবেন মহিলারা, দাবি গবেষণায়