পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা, এক লাফে সংক্রমণ বাড়ল 15.8 শতাংশ - COVID cases increased in India in last 24 hours

ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ আগের দিনের তুলনায় এদিন 15.8 শতাংশ বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন (Corona cases in India) ৷ মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল 1 লক্ষ 68 হাজার 63 ৷ গত 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 442 ৷

corona cases in india in last 24 hours
ভারতে করোনা সংক্রমণ

By

Published : Jan 12, 2022, 9:26 AM IST

Updated : Jan 12, 2022, 10:02 AM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 94 হাজার 720 জন (COVID cases increased in India in last 24 hours) ৷ গতকালের তুলনায় এদিন সংক্রমণ বেড়েছে 15.8 শতাংশ ৷ মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল 1 লক্ষ 68 হাজার 63 ৷

সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও ৷ বুধবারও শুধু সংক্রমণই নয়, বেড়েছে মৃত্যুও ৷ সোমবার গোটা দেশে মোট 146 জন করোনা রোগী মারা যান ৷ মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল 277 জন ৷ বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে 442 জন ৷ এদিন মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.35 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 84 হাজার 655 জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷

এখনও পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9 লক্ষ 55 হাজার 319 জন ৷ এদিন তা 1 লক্ষ 33 হাজার 873 বেড়েছে ৷ সংক্রমণের হার 11.05 শতাংশ ৷ সেরে উঠেছেন 60 হাজার 405 জন ৷ এদিন পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন 4 হাজার 868 জন ৷ সবথেকে বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে ৷ এখানে এখনও পর্যন্ত 1 হাজার 281 জন ওমিক্রনে আক্রান্ত ৷ পাশাপাশি রাজস্থানে আক্রান্তের সংখ্যা 645 ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : এক সপ্তাহ পর রাজ্যে কমল সংক্রমণের হার, অ্যাক্টিভ কেস 1 লক্ষ পার

Last Updated : Jan 12, 2022, 10:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details