নয়াদিল্লি, 9 জুলাই:সামান্য হলেও দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 840 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ শুক্রবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 18 হাজার 815 জন (India Reports 18,840 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত সংক্রামিত রোগীর মোট সংখ্যা 4 কোটি 36 লক্ষ 4 হাজার 394 ৷
সংক্রমণ বৃ্দ্ধির পাশাপাশি বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ আজকের রিপোর্টে তা বেড়ে (Active caseload) 1 লক্ষ 25 হাজার 28 জনে পৌঁছেছে, যা মোট সংক্রমণের 0.29 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 4.14 শতাংশ, আগের দিনের থেকে কম ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 43 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 38 ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 386 জন করোনা রোগীর মৃত্যু হল ৷
আরও পড়ুন: সামান্য কমলেও দৈনিক সংক্রমণ 19 হাজারের কাছেই, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা