নয়াদিল্লি, 11 অক্টোবর : সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 132 জন ৷ রবিবারের দেওয়া বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 18 হাজার 166 ৷ সামান্য কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 193 জনের ৷ আগের দিন যা ছিল 214 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 50 হাজার 782 ৷
দৈনিক সংক্রমণের পাশাপাশি নিম্নমুখী সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা 2 লাখ 27 হাজার 347 জন ৷ আগের দিন যা ছিল 2 লাখ 30 হাজার 971 জন ৷