নয়াদিল্লি, 27 মার্চ:টেস্টিং ও টিকাকরণ অভিযানে কার্যত পুরোটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল দেশের করোনা সংক্রমণ। কিন্তু গত কয়েক দিন ধরে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কোভিড পরিসংখ্যান। গত 24 ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা প্রায় দু'হাজার ৷ বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। 134 দিন পর কোভিড আক্রান্তের সংখ্যা 10 হাজারের গণ্ডি ছাড়াল (India Reports 1805 New Coronavirus Cases) ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে 1 হাজার 890 জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত 210 দিনে সর্বোচ্চ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10 হাজারের বেশি। যে হারে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে দিন কয়েকের মধ্যেই তা 2 হাজারের গণ্ডিও টপকে দিরে পারে ৷ পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে করোনায় 29 জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহেই সংখ্যাটি ছিল 19। ফলে মৃত্যুর পরিসংখ্যানও কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 24 ঘণ্টায় চণ্ডিগড়, গুজরাত, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন ৷ কেরালায় প্রাণ গিয়েছে দু'জনের ৷ মৃতের সংখ্যা এই নিয়ে 5 লক্ষ 30 হাজার 837-এ পৌঁছেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে 220.65 কোটি ডোজ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।