পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India: ফের বাড়ছে করোনা, 24 ঘণ্টায় সংক্রমিত প্রায় দু'হাজার - 24 ঘণ্টায় সংক্রমিত প্রায় দুহাজার

ফের চোখ রাঙাচ্ছে করোনা ৷ ধীরে ধীরে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases Increase Day by Day)। একদিনে প্রায় দু'হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন। প্রায় সাড়ে চারমাস পর সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা 10 হাজারের গণ্ডি ছাড়াল ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 27, 2023, 11:29 AM IST

নয়াদিল্লি, 27 মার্চ:টেস্টিং ও টিকাকরণ অভিযানে কার্যত পুরোটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল দেশের করোনা সংক্রমণ। কিন্তু গত কয়েক দিন ধরে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কোভিড পরিসংখ্যান। গত 24 ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা প্রায় দু'হাজার ৷ বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। 134 দিন পর কোভিড আক্রান্তের সংখ্যা 10 হাজারের গণ্ডি ছাড়াল (India Reports 1805 New Coronavirus Cases) ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে 1 হাজার 890 জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত 210 দিনে সর্বোচ্চ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10 হাজারের বেশি। যে হারে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে দিন কয়েকের মধ্যেই তা 2 হাজারের গণ্ডিও টপকে দিরে পারে ৷ পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে করোনায় 29 জনের মৃত্যু হয়েছে। তার আগের সপ্তাহেই সংখ্যাটি ছিল 19। ফলে মৃত্যুর পরিসংখ্যানও কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 24 ঘণ্টায় চণ্ডিগড়, গুজরাত, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন ৷ কেরালায় প্রাণ গিয়েছে দু'জনের ৷ মৃতের সংখ্যা এই নিয়ে 5 লক্ষ 30 হাজার 837-এ পৌঁছেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে 220.65 কোটি ডোজ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

গত 6 সপ্তাহ ধরেই করোনা ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। মাস্ক, স্যানিটাইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী দিনে নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে, তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কিনা, যাচাই করে দেখা হবে এপ্রিলের মহড়ায়।

আরও পড়ুন:রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞেরাও। কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী মাসের 10 এবং 11 তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালে মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে রাজ্যগুলির কাছে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

ABOUT THE AUTHOR

...view details