পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দেশে করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃতের সংখ্যা

গতকালই মিটেছে দোল উৎসব ৷ সমগ্র দেশবাসীর মিলিত সমারোহে হইহই করে পালন করেছে 'হোলি হ্যায়' ৷ এরই মাঝে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়ছে ৷ বর্তমানে দেশের করোনা সংক্রমণে লাগু থাকলেও মৃতের সংখ্যায় বাড়াচ্ছে উদ্বেগ ৷ গতকাল মৃতের সংখ্যা যেটা ছিল 71 আজকে তা 127 (Corona Update in India) ৷

Corona Pandemic in India
দৈনিক করোনা সংক্রমণ

By

Published : Mar 20, 2022, 9:55 AM IST

নয়াদিল্লি, 20 মার্চ : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 761 জন (India reports 1761 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন এই সংক্রামিতের সংখ্যা ছিল 2 হাজার 75 ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 30 লক্ষ 5 হাজার 766 জন করোনায় আক্রান্ত হলেন ৷

সংক্রমণ কমলেও বাড়ল​ মৃত্যু ৷ রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 127 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন করোনায় প্রাণ হারানোর সংখ্যাটা ছিল 71 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 479 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা 26 হাজার 240, যা মোট সংক্রমণের 0.06 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার 0.56 শতাংশ ৷

আরও পড়ুন :Corona Update in Bengal : রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে মাত্র 33

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 3 হাজার 196 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 3 হাজার 383 জন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 65 হাজার 122 জন ৷ 24 ঘণ্টায় দেশে 15 লাখেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এই নিয়ে দেশে এখনও পর্যন্ত 181 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details