পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : চব্বিশ ঘণ্টায় লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, ফের 17 হাজারের ঘরে আক্রান্তের সংখ্যা - India reports 17073 fresh Covid cases in the last 24 hours

গত চব্বিশ ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রমণের হার বাড়ল 45 শতাংশ (India reports 17,073 fresh Covid cases in the last 24 hours) ৷ সংখ্যাটা 17,O73 জন ।

Corona Update in India
চব্বিশ ঘণ্টায় লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ

By

Published : Jun 27, 2022, 11:14 AM IST

Updated : Jun 27, 2022, 12:11 PM IST

নয়াদিল্লি, 27 জুন : রবিবার সংক্রমণ কমলেও সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে ফের উদ্বেগ বাড়াল করোনা সংক্রমণের শতকরা হার । গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 17,O73 জন। রবিবার যে সংখ্যাটা নেমে এসেছিল 11 হাজার 739 জনে । অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রমণের হার বাড়ল 45 শতাংশ (India reports 17,073 fresh Covid cases in the last 24 hours) ৷ সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 4 কোটি 34 লক্ষ 7 হাজার 46 ৷

স্বাভাবিকভাবে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণের হার । রবিবারের বুলেটিনে অঙ্কটা 2.59 শতাংশ থাকলেও সোমবার তা বেড়ে হল 5.62 শতাংশ । গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (Active Cases) 94 হাজার 420 জন । সোমবার যে সংখ্য়াটা ছিল 92 হাজার 576 । গত চব্বিশ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে 25 জনের । রবিবারও একই ছিল সংখ্যাটা ।

আরও পড়ুন : বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?

সবমিলিয় দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 24 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 15,208 জন । সংক্রমণের নিরিখে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । গত ২৪ ঘণ্টায় পশ্চিমের রাজ্যে মারা গিয়েছেন 6,493 জন করোনা রোগী । দিল্লিতেও ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে সংক্রমণ । চব্বিশ ঘণ্টায় 1,891 জন ভাইরাস আক্রান্ত হয়েছেন সেখানে । উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য কেরলও ।

Last Updated : Jun 27, 2022, 12:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details